আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আজকে আমি দেখাবো কিভাবে বাংলালিংক সিমে প্রতি মাসে 1 জিবি ফ্রি নিবেন। এই অফারটি সকলের জন্য প্রযোজ্য না-ও হতে পারে। তবে চেক করতে কোন সমস্যা নাই। আশা করি আপনিও পেয়ে যাবেন। অবশ্যই এন্ড্রয়েড ইউজার হতে হবে অফারটি পেতে।
১ জিবি ফ্রি মেগাবাইট পাওয়ার জন্য আপনাকে প্রথমে আপনার মোবাইল ফোনের ডায়াল প্যাড এ গিয়ে ডায়াল করতে হবে *৫০০০*২২০# । এরপর কল দিলে আপনি যদি এই অফারের জন্য প্রযোজ্য হন তাহলে অফারটি নিতে পারবেন।
1gb ফ্রী ডাটার মধ্যে ৫১২ মেগাবাইট ট্রফির এমবি থাকবে। এই এমবি দিয়ে শুধু আপনি বাংলালিংকের ট্রফি অ্যাপ চালাতে পারবেন। বাকি 512 এমবি দিয়ে সবকিছু চালাতে পারবেন। অফারটি প্রতিমাসে একবার নিতে পারবেন। সর্বোচ্চ ১২ জিবি নিতে পারবেন। এরকম আরও সকল সিমের এখন চলমান কার্যকরী ফ্রি অফার জানতে
ধন্যবাদ শেষ পর্যন্ত পড়ার জন্য। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন